লিজেন্ড অব গিটারের ঠিকানা বাইশ মহল্লা কবরস্থানে ‘মায়ের পাশে’!

সুরতাল, বিনোদন

আব্দুস সাত্তার, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 18:05:53

ঠিকানা শুধু সাড়ে তিন হাত মাটি; আইয়ুব বাচ্চুর সেই বিখ্যাত গানটির মতোই ‘তার ঠিকানা হচ্ছে মায়ের পাশের সাড়ে তিন হাত মাটি’। চট্টগ্রামের স্টেশন রোডের নজির শাহ মাজারের পেছনে বাইশ মহল্লার কবরস্থানে মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন এ রকস্টার।

মায়ের পাশে শায়িত হওয়ার ইচ্ছা ছিল আইয়ুব বাচ্চুর। সব কিছু ঠিকঠাক থাকলেই মায়ের পাশেই শায়িত হবেন বিশ্ববিখ্যাত এ সংগীত শিল্পী। 

স্টেশন রোডের বাইশ মহল্লার কবরস্থানে তত্ত্বাবধায়ক জাফর আহমদ বার্তা২৪.কম-কে নিশ্চিত করেন, মায়ের পাশের ওই জায়গায় কবর প্রস্তুত করার জন্য বলে গেছেন আইয়ুব বাচ্চুর মামা মোহাম্মদ মতিন।  শুক্রবার বিকাল থেকেই শুরু হবে কবর প্রস্তুত করা। কারণ শনিবার (১৮ অক্টোবর)  এখানে দাফন করা হবে বলেছেন।

জাফর আহমেদ আইয়ুব বাচ্চুর মা-র কবর দেখিয়ে দিয়ে বলেন, ওই কবরটি আইয়ুব বাচ্চুর মায়ের। চট্টগ্রামের বাচ্চু আসলেই মায়ের কবরে আসেন। করবস্থানে যারা কাজ-কর্ম করেন সবাইকে বকশিস দেন। আইয়ুব বাচ্চু আসলেই এখানকার শ্রমিকরা খুশি হন। কবরস্থানের কর্মরত সব লোকেই আইয়ুব বাচ্চুকে চিনেন। আমাকে চাচা বলে ডাকতেন। আইয়ু্ব বাচ্চুর মৃত্যুর খবর শুনে আমরাও মর্মাহত হয়েছি। এখানে তার কবর হবে, দাফন হবে এটা শুনে শান্তি লাগছে এই জন্য যে, অনন্ত তাঁর কবরটা নিজ হাতে দেখাশুনা করতে পারবো।

আইয়ু্ব বাচ্চুর মামাত ভাই মোহাম্মদ মামুন বার্তা২৪কে বলেন, চট্টগ্রামের বায়তুল ফালাহ মসজিদের ময়দানে জানাজা নামাজ পড়ানোর প্রস্তুতি চলছে। শনিবার বাদ আসর এখানে জানাজা হবে।

মামুন জানান, আইয়ুব বাচ্চুর ছেলে এবং মেয়ে কানাডা ও অস্ট্রেলিয়া থাকে। তারা মৃত্যুর খবর শুনে দেশে আসছেন। তারা আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাই শনিবার বিকাল পর্যন্ত সময় নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর