‘এটি আমার স্বপ্নের প্রকল্প’

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-25 08:46:41

নতুন একটি সিনেমা করছেন শাকিব খান।

গতকাল সোমবার রাতে এই বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখছেন কথাসাহিত্যিক আনিসুল হক।

প্রযোজনায় শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

আরও পড়ুন, সারেগামাপা’র মূল পর্বে বাংলাদেশের অবন্তী

শাকিব বলছেন-

ছবির নাম ও গল্প এখনই বলতে চাইছি না। তবে কাজটি করছি। আনিসুল হকের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।

জানা গেছে, সিনেমাটিতে শাকিবই অভিনয় করবেন নায়ক চরিত্রে।

সঙ্গে আর কে কে থাকছেন, তা নিশ্চিত হওয়া যাবে ক’দিনে পরেই।

আনিসুল হকের লেখা গল্পে শাকিব খানের ব্যক্তিজীবনেরও কিছু অংশ থাকবে।

ফলে, সবমিলিয়ে ভালো কিছুই হবে বলে আশাবাদ শাকিবের।

তার ভাষ্য-

মৌলিক গল্পের সিনেমা হবে এটি। বাজেটে কোনো আপস করবো না। আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। প্রযোজনা-পরবর্তী কাজ দেশের বাইরে করবো। এটি আমার স্বপ্নের প্রকল্প।

শাকিবের অধিকাংশ সিনেমার গল্পই নকল, এই অভিযোগ পুরনো।

এবার আর তেমনটি হচ্ছে না।

শাকিব জানাচ্ছেন-

এক সময় সৈয়দ শামসুল হক, মমতাজউদদীন আহমদ, আমজাদ হোসেন, মনিরুজ্জামান, জহির রায়হানের মতো গুণীজনেরা আমাদের সিনেমায় মৌলিক গল্প ও চিত্রনাট্য লিখতেন। বড় বড় সাহিত্যিক, ঔপন্যাসিক, কবিদের সিনেমায় আনাগোনা ছিলো। দেশীয় সিনেমাকে আগের জায়গায় ফিরিয়ে নিতে তাদের মতো দেশবরেণ্যদের বর্তমানে সিনেমায় আসা দরকার।

নতুন এই সিনেমাটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।

তিনিও বিশেষ কিছু জানাননি এই বিষয়ে।

শুধু বলছেন-

এখন চিত্রনাট্যের কাজ চলছে। তাড়াহুড়ো করে কাজটি করতে চাইছি না। প্রযোজনা-পূর্বের কাজ পুরোপুরি শেষ করেই শুটিংয়ের দিন ঠিক করতে চাই।

আরও পড়ুনঃ

‘চরিত্রহীন’, আসলেই কি চরিত্রহীন?

‘দেবী’ বন্দনায় একঝাঁক তারকা

‘এই দেশে সব সময় ক্ষমতারই মূল্যায়ন হয়, যোগ্যতার না’

কালজয়ী ২০০ গান (প্রথম পর্ব)

এ সম্পর্কিত আরও খবর