‘দেবী’ বন্দনায় একঝাঁক তারকা

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-31 04:55:28

জয়া আহসান অভিনীত এবং প্রযোজিত সিনেমা ‘দেবী’।

সোশ্যাল মাধ্যমে আপাতত এটির জয়জয়কার।

এর পেছনে জয়া ছাড়াও অন্যতম কারণ হুমায়ুন আহমেদ।

এটি যে মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত!

চঞ্চল অভিনয় করেছেন মিসির আলী চরিত্রে।

আপাতত দেবী’র প্রচারণা চলছে বেশ জোরেশোরে।

মুক্তির তারিখ সম্পর্কে জয়া এর আগেই বলেছেন-

তারিখ চূড়ান্ত করিনি। তবে অক্টোবরের মাঝামাঝি মুক্তি দিচ্ছি, এটা নিশ্চিত।

দেবী’র জন্য শুভকামনা জানিয়ে ভিডিও শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন এপার বাংলা-ওপার বাংলার অনেক তারকামুখ।

কে কী বলছেন দেবী নিয়ে, শুনে ফেলা যাক।

ফারুক আহমেদ, জনপ্রিয় নাট্য অভিনেতা-

আরিফিন শুভ, চলচ্চিত্র অভিনেতা এবং টিভি অভিনয়শিল্পী-

মিথিলা ফারজানা, সংবাদ উপস্থাপক এবং টক-শো সঞ্চালক-

আবির চট্টোপাধ্যায়, ভারতীয় অভিনেতা-

অমিতাভ রেজা চৌধুরী, বিজ্ঞাপন নির্মাতা এবং চলচ্চিত্র পরিচালক-

অরিন্দম শীল, ভারতীয় অভিনেতা এবং পরিচালক-

যীশু সেনগুপ্ত, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা-

শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, লেখক এবং অভিনেতা-

রোজী সিদ্দিকী, অভিনয়শিল্পী-

সাদিয়া ইসলাম মৌ, মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী-

কৌশিক সংকর দাস, নির্মাতা-

মোনালিসা, মডেল এবং অভিনয়শিল্পী-

রিচি সোলায়মান, টেলিভিশন অভিনেত্রী এবং মডেল-

দীপা খন্দকার (অভিনেত্রী) এবং শাহেদ আলী (অভিনেতা)-

তানভীন সুইটি, অভিনয়শিল্পী-

বিজরী বরকতুল্লাহ, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী-

আকরাম খান, নির্মাতা-

শাফিন আহমেদ, সংগীতশিল্পী-

আশনা হাবিব ভাবনা, অভিনয়শিল্পী-

অনুপম রয়, ভারতীয় সংগীতশিল্পী-

ওমর সানী (চলচ্চিত্র অভিনেতা) এবং মৌসুমী (চলচ্চিত্র অভিনেত্রী)-

সিয়াম আহমেদ, অভিনয়শিল্পী-

মমতাজ বেগম, কন্ঠশিল্পী-

কৌশিক গঙ্গোপাধ্যায়, ভারতীয় অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার-

সোহিনী সরকার, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী-

বিপ্লব সাহা, ফ্যাশন ডিজাইনার-

বন্যা মির্জা, অভিনয়শিল্পী-

রাফিয়াথ রশিদ মিথিলা, কন্ঠশিল্পী এবং অভিনেত্রী-

সায়ন্তনী গুহঠাকুরতা, ভারতীয় মডেল এবং অভিনেত্রী-

রুনা খান, অভিনয়শিল্পী-

এফএস নাঈম, অভিনয়শিল্পী-

প্রীত রেজা, ফটোগ্রাফার-

ফেরদৌস আহমেদ, চলচ্চিত্র অভিনেতা-

রহমত আলী, অভিনয়শিল্পী-

ইন্তেখাব দিনার, অভিনয়শিল্পী-

গিয়াস উদ্দিন সেলিম, নাট্যকার, নাট্যনির্মাতা এবং চলচ্চিত্রকার-

নওরীন হাসান খান জেনি, অভিনয়শিল্পী-

গুলশান আরা চম্পা, চলচ্চিত্র অভিনেত্রী-

তাহমিনা সুলতানা মৌ, নাট্যঅভিনেত্রী-

গাউসুল আলম শাওন, বিজ্ঞাপন-লেখক, চলচ্চিত্রকার এবং চিত্রনাট্যকার-

ইফতেখার চৌধুরী, নির্মাতা-

শোয়েব ইসলাম (অভিনেতা) ও মৌসুমী নাগ (অভিনেত্রী)-

দীপঙ্কর দীপন, নির্মাতা-

এবিএম সুমন, মডেল এভং অভিনয়শিল্পী-

মিশা সওদাগর, অভিনয়শিল্পী-

এ সম্পর্কিত আরও খবর