স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অর্ণবের বিশেষ গান

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 03:19:56

ব্যতিক্রমধর্মী নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ।

এবার সে তালিকায় যুক্ত হলো স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জনপ্রিয় সংগীত শিল্পী অর্ণবের গাওয়া বিশেষ গান। গানটি লিখেছেন মেহেদি আনসারি ও সুর করেছেন অর্ণব নিজেই। গানটির সঙ্গে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিও। 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কোকা-কোলার বিশেষ এই গান নিয়ে অর্ণব বলেন, “আমি নিজেও কোকা-কোলার বড় একজন ফ্যান। কোকা-কোলার সঙ্গে এই গানের কাজটি করতে পেরে বেশ ভালো লাগছে।”

কোকা-কোলা বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইতোমধ্যে বসুন্ধরা সিটিতে বিষয়ভিত্তিক বৃহৎ আকৃতির ৬টি রেপ্লিকা স্থাপন করেছে। যেগুলো বাংলাদেশের বিগত দিনের অর্জন ও সম্ভাবনা নির্দেশ করে।

এছাড়া, কোকা-কোলা ক্যানে এবং ৫০০ ও ৬০০ মিলিলিটার কোকা-কোলার বোতলেও বিশেষ প্যাকেজিং নকশা আনা হয়েছে বাংলাদেশর এই উদযাপনকে স্মরণীয় করে রাখতে।

আরও চলছে কোকা-কোলার আয়োজনে ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ স্লোগানে ব্যতিক্রমধর্মী ডিজিটাল ক্যাম্পেইনেরও। এই ক্যাম্পেইনের মাধ্যমে ইতিমধ্যে বিশ্বের ৬০টিরও বেশি দেশের বাসিন্দারা বাংলাদেশকে শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন। যাদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। 

অর্ণব এ প্রসঙ্গে বলেন, “আমাদের আনন্দ বিশ্বের সঙ্গে ভাগাভাগি করতে কোকা-কোলার এই উদ্যোগে আমি আনন্দিত। আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানানো সারাবিশ্বের শুভানুধ্যায়ীদের অসংখ্য ধন্যবাদ।”

এ দেশের খুব কম শ্রোতাই পাওয়া যাবে যারা অর্ণবের গান শোনেনি। অর্ণবের নতুন এই গান ও মিউজিক ভিডিওটিতে বাংলাদেশের প্রতি দেশের মানুষের অগাধ ভালোবাসা ফুটিয়ে তুলেছে কোকা-কোলা।

অর্ণবের প্রথম অ্যালবাম ‘চাইনা ভাবিস’ প্রকাশ পায় ২০০৫ সালে। সেই অ্যালবামের  ‘হারিয়ে গিয়েছি’, ‘সে যে বসে আছে’ গান দুটি তুমুল জনপ্রিয়তা পায়। এছাড়া মনপুরা, আহা ওআয়নাবাজি সিনেমায় অর্ণবের গাওয়া গানগুলোও শ্রোতাপ্রিয় হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর