শেষ হাসি লাভলু-অলীকের

বিবিধ, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-28 21:44:38

মোট ভোটার ৪৯০।

ভোট দিয়েছেন ৪৫৬ জন।

এই ছিলো গতকালকের (২৮ সেপ্টেম্বর ২০১৮) ডিরেক্টরস গিল্ড নির্বাচনের অবস্থা।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএফডিসিতে ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয় রাত ৮টায়।

মাত্র এই কয়টা ভোট গণনা করতে কতক্ষণ আর সময় লাগার কথা?

খুব বেশি নয়।

তবুও ১৯ ঘন্টা চলে গেছে ফাঁকে।

অবশেষে ফলাফল জানিয়েছেন নির্বাচন কমিশনার নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আজ বিকেল তিনটারও পরে।

আর তাতে বিজয়ীর শেষ হাসি হাসলেন নির্মাতা সালাউদ্দিন লাভলু ও এস এ হক অলীক।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই নির্বাচনে তারা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন।

লাভলু পেয়েছেন ২৫৯ ভোট এবং অলীক পেয়েছেন ২০২ ভোট।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন।

কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মামুনুর রশীদ ও এসএম মহসীন।

আপিল বিভাগের চেয়ারম্যান হিসেবে আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

ফলাফল থেকে জানা যায়,

লাভলুর নিকটতম প্রার্থী সৈয়দ আওলাদ পেয়েছেন ১৭৩ ভোট এবং অলীকের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পেয়েছেন ১৭৯ ভোট।

এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কার্য নির্বাহী সদস্য গাজী রাকায়েত (৩১৮)।

এক নজরে ডিরেক্টরস গিল্ড নির্বাচনের ফল:

সভাপতি: সালাউদ্দিন লাভলু (২৫৯)

সহসভাপতি: কচি খন্দকার (২৬৯), শহীদ রায়হান (২৩৬) বদরুল আনাম সৌদ (২০৫)

সাধারণ সম্পাদক: এস হক অলীক (২০২)

যুগ্ন সাধারণ সম্পাদক: হৃদি হক (৩১৩), ফরিদুল হাসান (২০১)

সাংগঠনিক সম্পাদক: তুহিন হোসেন (২৪৯)

অর্থ সম্পাদক: সাজ্জাদ সনি (২৪৬)

প্রচার সম্পাদক: পিকলু চৌধুরী (২৬৮)

১০ জন কার্য নির্বাহী পরিষদ সদস্য- গাজী রাকায়েত (৩১৮), রাশেদা আক্তার লাজুক (২৮২), শিহাব শাহীন (২৬১), প্রীতি দত্ত (২৪৫), ফেরারী অমিত (২০৮), মারফ মিঠু (১৮৩), শেখ রুনা (১৮২), শহীদ-উন-নবী (১৭৬), সাজ্জাদ সুমন (১৭৫), মাহমুদ দিদার (১৭৪)।

নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য ডিরেক্টরস গিল্ড-এর দায়িত্ব পালন করবেন।

তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা জায়েদ খান সহ আরও অনেকেই।

এ সম্পর্কিত আরও খবর