‘ভালো কাজ হলে করবো, নয়তো আর কাজই করবো না’

ছোটপর্দা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-25 05:19:03

ইভানা মূলত নাচের শিল্পী।

চ্যাম্পিয়ন হয়েছিলেন ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’তে।

করছেন অভিনয়ও।

শুরুটা অঞ্জন আইচের ‘পঞ্চমীর চাঁদ’ দিয়ে।

এরপর কাজ করেছেন কৌশিক ইকবালের ‘হারিয়ে যাওয়ার দিন’, মাবরুর রশিদ বান্নাহর ধারাবাহিক ‘নাইন এন্ড এ হাফ’সহ অনেক নাটকে।

কিন্তু সম্প্রতি তিনি ক্ষেপেছেন বেশ কিছু নির্মাতার উপর।

কারণটা তিনিই বলছেন-

মূল চরিত্রের বাইরে আমি কাজ করি না, এটা জেনেও কিছু কিছু নির্মাতা আমাকে ফালতু চরিত্রের জন্য কাজে ডাকছেন। অথচ তারা জানেন এবং আমার কাজও দেখেন। মূল চরিত্রের কথা বলে নাটকে নিয়ে তারা সেটাকে পার্শ্ব চরিত্র বানিয়ে ফেলছেন এডিটিং প্যানেলে বসে। যেটা আমার জন্য অপমানজনক। এরকমটা আজকাল হর হামেশাই হচ্ছে। খুবই বাজে একটি চর্চা শুরু হয়েছে। পরিচালক তার বা প্রযোজকের ইচ্ছেয় যাকে খুশি তাকে মূল চরিত্রে হাজির করে দিচ্ছে গল্প পরিবর্তন করে।

নাটকে শুধু হাজিরা দিতে চাননা ইভানা।

চরিত্রের প্রাধান্যতা এবং অভিনয়শৈলী দেখানোর সুযোগটাও চান।

মূল চরিত্রের বাইরে হলেও ভালো চরিত্রে কাজ করার ইচ্ছে যে তার নেই, তা একদম নয়।

বলছেন-

মূল চরিত্রের বাইরে যে কাজ করিনি তা নয়। যে কয়েকটা করেছি সেগুলোতে চরিত্রের প্রাধান্যতা ও অভিনয়ের সুযোগ ছিলো। কিন্তু তাই বলে এই নয় যে, মূল চরিত্রের কথা বলে সেটাকে পার্শ করে দেবে। এটা প্রতারণা। অনেক বিশ্বস্ত পরিচালকও এমনটা করেছেন। আমি খুবই হতাশ।

সব শিল্পীই মুল্যায়ন চায়।

ইভানাও তাই।

বলছেন-

চ্যানেল আই থেকে বের হওয়ার পর চ্যানেল আইয়ের নাটক ও টেলিফিল্মে এক বছরের চুক্তিবদ্ধ কাজগুলো করেছি। সবগুলো কাজেই আমার প্রধান চরিত্র ছিলো। সেই আমি প্রতারণার শিকার হলে কষ্ট লাগে।

ফলে একটা সিদ্ধান্ত নিয়েছেন ইভানা।

নিজের ক্যারিয়ার ঠিক রাখা এবং প্রতারণার হাত থেকে বাঁচার জন্যই এমন সিদ্ধান্ত।

বলছেন-

ভালো কাজ হলে করবো, নয়তো আর কাজই করবো না।

এ সম্পর্কিত আরও খবর