‘নাকাব’ মুক্তির নতুন তারিখ

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-09-01 14:08:44

বলা হচ্ছিলো, শাকিব খান অভিনীত ‘নাকাব’ সিনেমাটি ভারতে যেদিন মুক্তি পাবে, একইদিন মুক্তি পাবে বাংলাদেশেও।

তবে সেটি সাফটা চুক্তির আওতায়।

গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের প্রায় ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নাকাব’।

তথ্যটি জানিয়েছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) অন্যতম কর্ণধার রবি শর্মা।

অথচ এটি এখনও আলোর মুখ দেখেনি বাংলাদেশে।

এর কারণ, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে সিনেমাটি আমদানির অনুমোদনের চিঠি পাওয়া যায়নি সঠিক সময়ে।

জানিয়েছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ।

তিনি বলছেন-

নির্ধারিত দিনে দুই বাংলায় একই সঙ্গে নাকাব মুক্তির কথা ছিলো। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতায় আমদানির অনুমোদনের চিঠি পেতে দেরি হয়েছে। গত বৃহস্পতিবার সকালে চিঠি পেয়েছি। এত অল্প সময় হাতে নিয়ে মুক্তি দেওয়া গেলো না।

তাই নতুন তারিখ ঠিক করা হয়েছে ‘নাকাব’ মুক্তির।

২৮ সেপ্টেম্বর ২০১৮ থেকে এটি দেখা যাবে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

‘নাকাব’-এর বাংলা অর্থ ‘মুখোশ’।

সিনেমাটি ২০১৫ সালের তামিল ছবি ‘মাস্সু ইঙ্গিরা মাসিলামানি’-এর পুনঃনির্মাণ।

এতে শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার দুই নায়িকা, নুসরাত এবং সায়ন্তিকা।

পরিচালনায় রাজীব কুমার বিশ্বাস, ভারতীয় নির্মাতা।

শাকিব অভিনয় করেছেন দ্বৈত চরিত্র।

গল্প যেমনঃ

অদ্ভুত এক ক্ষমতা আছে শাকিব খানের মধ্যে। খুব সহজেই মৃত ব্যক্তির আত্মার চলাফেরা দেখতে পারেন। যোগাযোগও করতে পারেন। হঠাৎ এক ভূতের সঙ্গে দেখা হয় শাকিবের। যে কিনা জীবিত অবস্থায় দুটি খুন করেছিলো। আর দেখতে হুবহু তার মতো!

খুনের কারণে শাকিবের পেছনে ছোটে পুলিশ। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে ভূতকে আইনের হাতে তুলে দিতে হবে তাকে। এ এক অন্যরকম চ্যালেঞ্জ।

এ সম্পর্কিত আরও খবর