ফেরদৌসের ‘মেঘ কন্যা’ রুবিনা

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-12-25 17:13:34

‘মেঘ কন্যা’, মিনহাজ অভি পরিচালিত ছবি।

এটির সংলাপ লিখেছেন গাজী রাকায়েত।

চিত্রনাট্য এবং কাহিনি লিখেছেন পরিচালক নিজেই।

এই ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ।

তার মেঘ কন্যা হয়েছেন নিঝুম রুবিনা।

জয় ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি মুক্তি পাচ্ছে ১২ অক্টোবর।

এই উপলক্ষে চলছে বিভিন্নরকম প্রস্তুতি।

জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে লাইভ টেকনোলজির চ্যানেলে প্রকাশ করা হচ্ছে ‘মেঘ কন্যা’র গানগুলো।

ন্যান্সি ও তাসিফের গাওয়া ছবিটির প্রথম গানটি (এমন ভালোবাসবো তোমায়) প্রকাশ করা হয়েছে ৬ সেপ্টেম্বর।

 

পরের সপ্তাহে অর্থাৎ ১৩ সেপ্টেম্বর প্রকাশিত হয় দ্বিতীয় গান ‘আমার এ হৃদয়’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল।

 

তৃতীয় গানটি (জোয়ারে ভেসে) দেখা এবং শোনা যায় ২০ সেপ্টেম্বর থেকে।

এতেও শোনা যাচ্ছে কোনালের কন্ঠ, সঙ্গে আছেন ইমরান।

 

অর্থাৎ, ০৬ সেপ্টেম্বর থেকে শুরু করে প্রতি সপ্তাহে ‘মেঘ কন্যা’র একটি করে গান অবমুক্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জয়া মিডিয়া।

শুধু গান মুক্তি দিয়েই থেমে থাকবেনা ছবিটি সংশ্লিষ্টরা।

অংশ নেবে টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান সহ নানা রকম প্রচারণায়।

নির্মাতা বলছেন-

ছবিটি মুক্তির জন্য একেবারে প্রস্তুত। প্রচারণার অংশ হিসেবে এখন গানগুলো প্রকাশ করা হচ্ছে। এছাড়া টেলিভিশনসহ বেশ কিছু প্রচারণায় আমরা অংশ নেবো।

মেঘকন্যার চরিত্ররাঃ

  • ফেরদৌস
  • রুবিনা
  • মাহফুজ
  • শম্পা
  • রেবেকা
  • সাবরিনা
  • হৃদা
  • সিক্তা
  • সুচরিতা
  • আরও অনেকে

এ সম্পর্কিত আরও খবর