জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তাপস!

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 03:27:50

সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী কৌশিক হোসেন তাপসের জন্মদিন আজ। জন্মদিনে সংস্কৃতি অঙ্গনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। সামজিক যোগাযোগ মাধ্যমে তাকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানাচ্ছেন দেশি-বিদেশি শিল্পী ও তারকারা।

বাংলাদেশের সংগীতকে বিশ্বের কাছে পৌঁছে দিতে তাপসের আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্ম ‘উইন্ড অব চেঞ্জ’ ইতিমধ্যে বিশ্বব্যাপী প্রশংসিত ও সমাদৃত হয়েছে। দেশের একমাত্র মিউজিক চ্যানেল গানবাংলা টেলিভিশনের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী তিনি। দেশীয় সংগীতশিল্পের বিজ্ঞাপন হিসেবে ২০১৩ সাল থেকে প্রচারিত হয়ে আসছে চ্যানেলটি।

তাপসের জন্মদিন উপলক্ষে দেশের প্রথম রেডিও চ্যানেল রেডিও টুডে এফএম (৮৯.৬) ও রেডিও এবিসি (৮৯.২) বিশেষ দুটি অনুষ্ঠানের আয়োজন করে। রবিবার সন্ধ্যায় ‘দ্য ম্যাজিক বিহাইন্ড দ্য মিউজিক: তাপস’ শিরোনামের লাইভ অনুষ্ঠানটি সম্প্রচার করে রেডিও এবিসি। রাত ৯টায় ‘উইশিং তাপস’ শিরোনামে লাইভ অনুষ্ঠানটি সম্প্রচার করতে যাচ্ছে রেডিও টুডে। এছাড়া দিনটি বিশেষভাবে উদযাপন করছে গানবাংলা পরিবার।

জন্মদিনে কৌশিক হোসেন তাপসকে শুভেচ্ছা জানিয়ে ব্যান্ডতারকা হামিন আহমেদ বলেন, “তাপস আমার দেখা এমন একজন মিউজিশিয়ান, যার মধ্যে প্রকৃতিপ্রদত্ত বিশেষ মেধা বিদ্যমান। সে যাই বাজাক কিংবা গেয়ে উঠুক তা যেন সবার চেয়ে অন্যরকম কিছু হয়ে ওঠে। তার সৃজনশীলতার সক্ষমতার অন্যতম উদাহরণ হতে পারে গানবাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’। যার মাধ্যমে পৃথিবীখ্যাত শিল্পীদের সঙ্গে বাংলাদেশের শিল্পীদের মঞ্চ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ হয়েছে। শুভ জন্মদিন তাপস! ঈশ্বরের আশীর্বাদে আজ ও আগামী দিনগুলো আপনার জীবন পরিপূর্ণ হয়ে উঠুক। আপনি বড় থেকে বড়তর হোন। অশেষ ভালোবাসা।”

১৯৮৩ সালের এই দিনে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন কৌশিক হোসেন তাপস। শৈশব থেকেই মূলধারার গানের সঙ্গে তার সখ্য। মাত্র আট বছর বয়সে স্বকণ্ঠে গানের অ্যালবাম প্রকাশ করে জানান দেন নিজের প্রতিভা। শৈশবে তার সঙ্গীতপ্রীতি দেখে বাবার কিনে দেওয়া কি-বোর্ডের মাধ্যমে শুরু হয় সঙ্গীতে সপ্রতিভ যাত্রা। পাশাপাশি গিটার, বাঁশি ও পারকাশনে অল্প বয়সেই পারদর্শিতার প্রমাণ দেন তাপস।

বাংলার বাউল বয়াতি ও লোকশিল্পীদের সঙ্গে তার অকৃত্রিম আত্মিক যোগাযোগ একদিকে তাকে বাংলার সমৃদ্ধ লোকসঙ্গীত ধারার সঙ্গে সম্পৃক্ত করেছে, অন্যদিকে বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতের দিকপালদের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক তাকে আন্তর্জাতিক সঙ্গীত ধারায় ঋদ্ধ করেছে।

তাপসের রচিত ও সুরারোপিত গানে যেমন কণ্ঠ দিয়েছেন দেশবরেণ্য শিল্পীদের অনেকেই, তেমনি অংশ নিয়েছেন তার নির্দেশিত মিউজিক ভিডিওতে। সুরস্রষ্টা হিসেবে কাজ করেছেন দেশ-বিদেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের সঙ্গে। বহু মিউজিক ভিডিওর প্রযোজনা ও পরিচালনা, বহু সঙ্গীত রচনা, সুরারোপ ও দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন কনসার্টে সঙ্গীত পরিবেশন তার অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করেছে।

অশান্ত বিশ্বকে শান্তির আহ্বান জানাতে তাপসের ‘মিউজিক ফর পিস’ স্লোগানটি বিশ্বময় ছড়িয়েছেন ‘উইন্ড অব চেঞ্জ’ প্ল্যাটফর্মের মাধ্যমে। যাতে একাত্মতা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৪১ জন খ্যাতনামা মিউজিশিয়ান। সংগীত পরিচালক ও শান্তির দূত হিসেবে এমন অবদান রাখায় ইতিমধ্যে তিনি অর্জন করেছেন দাদাসাহেব ফালকে এক্সিলেন্সি অ্যাওয়ার্ড (২০১৮) ও মাদার তেরেজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। সুরকার হিসেবে ২০১৩ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এছাড়া দেশের অন্যতম বৃহৎ ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো’র প্রধান নির্বাহী হিসেবে একদশক ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন অনুষ্ঠান আয়োজন করে প্রশংসিত হয়েছেন গুণী এই শিল্পী।

এ সম্পর্কিত আরও খবর