নিষিদ্ধ হয়ে যাবে টুইঙ্কেলের সব ছবি?

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক | 2023-08-23 03:26:47

সাবেক বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না।

এখন লেখালেখি করেই কাটে তার ব্যস্ত সময়।

২০১৫ সালে প্রকাশিত হয় টুইঙ্কেলের প্রথম বই ‘মিসেস ফানি বোনস’।

এক লাখের বেশি কপি বিক্রি হয়েছিলো এই বইটি।

২০১৫ সালে ভারতে আর কোনো নারী লেখকের বই এতো পরিমাণে বিক্রি হয়নি।

এরপর ‘দ্য লিজেন্ড অব লক্ষ্মী প্রসাদ’ নামে আরও একটি বই লিখেছেন টুইঙ্কেল।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) ‘পায়জামাস আর ফরগিভিং’ নামে আরও একটি বই প্রকাশ করেছেন তিনি।

তারই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাবেক এই অভিনেত্রীকে প্রশ্ন করা হয় আপনার অভিনীত কোনো সিনেমা পুননির্মাণ করবেন কিনা? এমন প্রশ্নের জবাবে মজা করে টুইঙ্কেল বলেছেন-

আমি একটি হিট সিনেমাও উপহার দিতে পারিনি। আমি মনে করি, আমার সব সিনেমা নিষিদ্ধ হওয়া উচিত, যাতে এসব সিনেমা কেউ আর দেখতে না পারে। কারণ আমার মনের মতো গল্প নিয়ে একটি সিনেমাও নির্মিত হয়নি। গল্প লেখাই আমার পেশা। এ কাজটি করছি এবং এটি করে যেতে চাই।”

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুইঙ্কেলের স্বামী অক্ষয় কুমার, মা ডিম্পল কাপাডিয়া, ছেলে আরাভ ভাটিয়া ও মেয়ে নিতারা।

এছাড়াও হাজির হয়েছিলেন- করণ জোহর, রণবীর সিং, সোনম কাপুর, ববি দেওলসহ বলিউডের অনেক তারকা।

১৯৯৫ সালে ‘বারসাত’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় টুইঙ্কেল খান্নার।

এরপর তিনি অভিনয় করেন ‘ইতিহাস’, ‘জুলমি’, ‘মেলা’র মতো ছবিগুলোতে।

কিন্তু প্রতিটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

পরে ২০০১ সালে অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন টুইঙ্কেল।

এরপর অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেত্রী।

শুধু লেখালেখি নয়, ইন্টেরিয়র ডিজাইনিংয়ের কাজও করেন অক্ষয়পত্নি।

এ সম্পর্কিত আরও খবর