মাসুম আওয়ালের কথায় ‘আমি একটা জ্বীন’

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 02:01:46

ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম আড্ডা টাইমসের ‘হাই জ্বীন’ শিরোনামের একটি নাটকের টাইলেন গান লিখেছেন গীতিকবি মাসুম আওয়াল। ‘আমি একটা জ্বীন’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন নীল কামরুল।

সম্প্রতি গানটি প্রকাশিত হয়েছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম আড্ডা টাইমসের ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে নাটকটির নির্মাতা হাসান রেজাউল বলেন, মজার একটি গল্প নিয়ে এই নাটক। একটা জ্বীনের সঙ্গে এক তরুণীর প্রেমের রসায়ন তুলে ধরা হয়েছে এখানে। আমাদের গল্পে শোভা বাড়িয়েছে মজার এই গানটি। দারুণ অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তাসনুভা তিশা। আশা করি গান ও নাটকটি সবার ভালো লাগছে।

গানটি নিয়ে গীতিকার মাসুম আওয়াল বলেন, নির্মাতা হাসান রেজাউল ভাইয়ের তাড়া খেয়ে হুট হাট করে গান লিখতে হয় মাঝে মধ্যেই। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ হলো আমি একটা জ্বীন গানটি। সুর সংগীতের পাশাপাশি গানটি গেয়েছেন নীল কামরুল। আমরা চেষ্টা করেছি ভালো কিছু করতে। বাকিটা দর্শক শ্রোতারাই বলবেন।’

 

এ সম্পর্কিত আরও খবর