নির্বাচন যখনই হোক, নৌকা মাঠে থাকবে: রেজাউল

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-09-01 03:38:00

চট্টগ্রাম থেকে: করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। দরকার সচেতনতা। এ সচেতনতা থেকেই রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তি সূচিত হবে। নির্বাচন যখনই হোক, নৌকা মাঠে থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডে গণসংযোগকালে ভোটারদের তিনি এসব কথা জানান।

করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্ত হবার কোন অবকাশ নেই জানিয়ে এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘অন্য রাজনৈতিক দল বলছে এরকম অবস্থায় নির্বাচন হতে পারে না। কিন্তু প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগসহ অনেক কিছু মানবিক প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক শক্তির বিকাশ অব্যাহত রয়েছে। তার বড় প্রমাণ ৭০-এর নির্বাচন, তখন প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রায় ১৩ লক্ষ মানুষের প্রাণ বিসর্জেনর পরও নির্ধারিত তারিখে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। সে সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিজয়ী করে বাংলার স্বাধীনতার ভিত্তি সৃষ্টি হয়েছিল। তাই বলি নির্বাচন যখনই হোক, নৌকা মাঠে থাকবে। যারা নির্বাচন পেছাতে চান, পরাজয় নিশ্চিত জেনেই তারা নির্বাচন পেছানোর দাবি করছে।’

তিনি আরও বলেন, ‘চসিক নির্বাচনে জয় পরাজয় নিয়ে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। কিন্তু এ সরকার করোনাভাইরাস মোকাবিলায় যে পদক্ষেপগুলো নিয়েছে, তা সর্বজনীনভাবে স্বীকৃত। তাই কোনো আতঙ্ক সৃষ্টির অবকাশ নেই। সরকার যা যা করার তা করেছে। জীবন যাত্রা স্বাভাবিক রাখতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবদুল আহাদ, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর প্রার্থী মো. শহিদুল আলম, নির্বাহী সদস্য আহমদ ইলিয়াস, বাকলিয়া থানার আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলম, জামশেদুল আলম, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ইউনুছ কোম্পানি, মো. আলী নেওয়াজ, মোহাম্মদ মুছা, আকবর আলী আকাশ, মো. হারুন উর রশিদ, হাজ্বী নুরুল আজিম নুরু, ইফতেখার আলম জাহেদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর