করোনার ঝুঁকি এড়াতে ওয়েবসাইটে প্রচারণা চালাবেন ডা. শাহাদাত

বিবিধ, নির্বাচন

মুহিববুল্লাহ মুহিব, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-09-01 04:15:29

চট্টগ্রাম থেকে: করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ওয়েবসাইটে নির্বাচনী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ডা. শাহাদাত হোসেন নামে ওয়েবসাইটটির যাত্রা শুরু হচ্ছে।

দলীয় সূত্র বলছে, মঙ্গলবার বেলা ১১টায় উদ্বোধন করা হবে ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী ওয়েবসাইট। তার উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ বিষয়ে জানতে চাইলে নগর বিএনপির সহ-দফতর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বার্তা২৪.কম-কে বলেন, ‘নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু পর থেকে ধানের শীষ মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি করোনাভাইরাস নিয়ে জনগণের মাঝে প্রচারণা চালানো হয়। জনসমাগম এড়িয়ে প্রচারণা চালানোর যে নির্দেশনা এসেছে তার জন্য ওয়েবসাইটে প্রচারণা চালাবেন তিনি।’

ওয়েবসাইটে থাকছে- নির্বাচনের বিভিন্ন প্রতিশ্রুতি, ব্যানার-পোস্টার ও করোনাভাইরাসের সতর্কতা মূলক দিক-নির্দেশনা।

এ সম্পর্কিত আরও খবর