ডিএনসিসি নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা

, নির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 00:29:20

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন বাতিল ঘোষণা চেয়ে মামলা করেছেন ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

সোমবার (০২ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে এ মামলা করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচিত মেয়র আতিকুল ইসলামসহ ৮ জনকে মামলায় বিবাদী করা হয়েছে।

তাবিথ আউয়ালের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, বারের নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান, ব্যা রিস্টার এ কে এম এহসানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

তাবিথ আউয়ালের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন। এই নির্বাচনে দুর্নীতি–অনিয়ম হয়েছে। যে কারণে এই নির্বাচন বাতিল এবং নির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে অবৈধ ঘোষণা আদালতের মামলা করেছেন। মামলায় নতুন নির্বাচনের তারিখ ঘোষণা চেয়ে আবেদন করা হয়েছে।

নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর