আমরা দুই ভাই সব সময় এক সঙ্গে

বিবিধ, নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 04:01:31

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে ভোট চাইলেন ঢাকা দক্ষিণ সিটির বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তাপস বর্তমান মেয়রকে ভাই বলে সম্বোধন করে বলেন, আমরা দুই ভাই, আমরা সব সময় এক সঙ্গে আছি। নির্বাচনের আচরণবিধির কারণে হয়তো আমার গণসংযোগে আসতে পারেননি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সদরঘাট এলাকায় একটি উন্নয়ন কাজের পরিদর্শনে যান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সেখানে নির্বাচনী প্রচারণার সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেয়র প্রার্থী শেখ তাপস। যদিও আগে থেকেই এই অনুষ্ঠান সূচি দেওয়া হয়েছে গণমাধ্যমকে।

নির্বাচনে প্রার্থী হওয়ার পর এই প্রথম শেখ ফজলে নূর তাপস ও মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এক সঙ্গে দেখা করলেন এবং কুশল বিনিময় করলেন।

শেখ ফজলে নূর তাপসের সঙ্গে কথা বলছেন সাঈদ খোকন

শেখ ফজলে নূর তাপস বলেন, আমাদের লক্ষ্য উন্নত ঢাকা গড়া। সেই উন্নত ঢাকা গড়ার পথে তিনি (খোকন) এরই মধ্যে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা সেগুলো সঠিক বাস্তবায়নের মাধ্যমে উন্নত ঢাকা গড়ে তুলব ঢাকাবাসীর জন্য।

তিনি বলেন, আমাদের মেয়র উন্নয়নমূলক কার্যক্রম এরই মধ্যে গ্রহণ করেছেন, ইনশাল্লাহ ঢাকাবাসীর ভোটে যদি নির্বাচিত হই সকল উন্নয়নমূলক কার্যক্রম দ্রুতগতিতে সম্পন্ন করব।

নির্বাচনে প্রার্থী হওয়ার পর এই প্রথম মেয়রকে আপনার সঙ্গে দেখা যাচ্ছে এবিষয়ে আপনার প্রতিক্রিয়া কি জানতে চাইলে তাপস বলেন, আমরা দুই ভাই।  আমরা সব সময় একসঙ্গে। যেহেতু নির্বাচনী আচারণবিধির কারণে ওনি গণসংযোগে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করতে পারছেন না। আজকে এখানে গণসংযোগে আসছি ওনি একটি উন্নয়ন কাজের উদ্বোধন করতে এসেছেন আমি এই সুযোগে ওনার সঙ্গে কুশল বিনিময় করতে এসেছি।

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তাপস ও সাঈদ খোকন

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ইশতেহার প্রসঙ্গে মন্তব্য জানতে চাইলে তাপস বলেন, আমি উন্নত ঢাকা গড়তে ৫টি রূপরেখা দিয়েছি। সেই রূপরেখা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে। আমরা আগামীকাল নির্বাচনী ইশতেহার প্রকাশ করব, সেখানেও ৫টি রূপরেখা দেওয়া হবে বিস্তারিতভাবে। আমরা কোনো অবাস্তব, সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য উন্নয়নের রূপরেখা দেইনি। আমাদের উন্নয়নের রূপরেখা খুবই সুনির্দিষ্ট বাস্তবিক এবং স্থানীয় সরকার আইনে যা যা করণীয় আছে সেগুলো ওপর ভিত্তি করেই আমরা সুনির্দিষ্টভাবে ঢাকাবাসীর কাছে তুলে ধরেছি। আমরা মনে করি ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করেছে।

তিনি বলেন, তারা (প্রতিপক্ষ) অবাস্তব অনেক কল্পনার দিক তুলে ধরতে পারে সেটা তাদের বিষয়। সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।

মেয়র সাঈদ খোকন বলেন, আমাদের প্রাণপ্রিয় প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আমি এসেছি একটি প্রকল্প পরিদর্শন করার জন্য। যে প্রকল্পের কাজ শেষ পর্যায়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হলেই আমরা উদ্বোধন করব। আমরা দুই ভাই (তাপস) এখানে উপস্থিত রয়েছি।

তিনি বলেন, আমি মনে করি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একমাত্র মেয়র প্রার্থী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়যুক্ত হলে আমরা যে ইতিবাচক পরিবর্তনে সক্ষম হয়েছি তার হাতেই একমাত্র সম্ভব অব্যাহত রাখার মধ্যে দিয়ে কাঙ্ক্ষিত ঢাকা উপহার দেওয়া। তাই প্রাণপ্রিয় ঢাকাবাসীকে অনুরোধ করব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নৌকা মার্কায় ভোট দিন।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে গত ৩০ ডিসেম্বর নগর ভবনে সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন বলেছিলেন, আমার নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমার জন্য যা ভালো মনে করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।

তখন মেয়র আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থন দিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, আমাদের পুরান ঢাকার প্রতিনিধিত্ব সাধারণত প্রথাগতভাবে পুরান ঢাকার মানুষই করে থাকেন। পুরান ঢাকার অনেক মুরব্বি আছেন, নেত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে করব। পরে আপনাদের সিদ্ধান্ত জানাব। এরপর এই প্রথম তার সমর্থন বা পাশে বসে ভোট চান তিনি।

নির্বাচনী আচারণবিধি অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য বা সুবিধাভোগী কোনো লোক ভোট চাইতে পারেন না।

এ সম্পর্কিত আরও খবর