ইশরাকের ইশতেহারে বাসযোগ্য ঢাকা গড়ার প্রতিশ্রুতি

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 18:13:02

নির্বাচনে অংশ নেওয়ার অনেক আগে থেকেই ঢাকা শহরকে একটি বসবাসযোগ্য নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি'র মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। ঐতিহ্যের সাথে আধুনিকায়নের পথে বসবাসযোগ্য নগরী গড়ার জন্য ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তিনি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে।

ইশরাকের নির্বাচনী ইশতেহারগুলো হলো:

১. নাগরিক সেবা নিশ্চিত করা
২. নাগরিক বিনোদনের ব্যবস্থা করা
৩. যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন সাধন
৪. নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
৫. শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা
৬. পরিবেশ উন্নয়ন, বনায়ন ও বর্জ্য ব্যবস্থাপনা করা
৭. তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা
৮. সমাজসেবা কার্যক্রম করা
৯. জন-নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা
১০. প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা
১১. নৈতিকতার শক্তি পুনরুদ্ধার সাধন
১২. গ্রন্থাগার ও জাদুঘর স্থাপন
১৩. নাগরিক পরিকল্পনা ও প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করা

ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিএনপি'র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর