নেত্রকোনার এমপি বেলালের বিরুদ্ধে মামলার নির্দেশ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 11:57:02

উপজেলা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নেত্রকোনা-৫ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) ওয়ারেসাত হোসেন বেলালের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন সূত্রে জানা গেছে, উপজেলার নির্বাচনের প্রথম ধাপে গত ১০ মার্চ নেত্রকোনার পূর্বধলা উপজেলার ভোটের তারিখ নির্ধারণ ছিল। সে সময় স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। পরে কমিশন তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায়, উপজেলার ভোট বন্ধ করে দেয় কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, এমপি বেলালের বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত প্রতিবেদনে সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইসির যুগ্ম সচিব (নির্বাচন পরিচালনা শাখা-২) ফরহাদ আহম্মদ খান বার্তা২৪.কমকে বলেন, ‘ঘটনাটি ঘটেছে প্রথম ধাপের ভোটের সময়। সে সময় ওই এমপিকে এলাকা ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল। এ অভিযোগটি একটি প্রক্রিয়ার মধ্যে ছিল। এ ঘটনায় কমিশন মামলা করার নির্দেশ দিয়েছে।’

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (১৮ জুন) স্থগিত এ উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর