আদিতমারী উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-08-27 08:39:46

স্থগিত আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (৫ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

ভোট শুরুর পরপরই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতিও বাড়তে থাকে। কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বলা চলে, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বচন কার্যালয় সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলায় এক লাখ ৬৬ হাজার ৩৬১ জন ভোটার রয়েছেন। যার মধ্যে নারী ভোটার ৮৩ হাজার ৪৩৮ জন ও পুরুষ ভোটার ৮২ হাজার ৯২৩ জন।

সর্বমোট ৬৭টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার কর্মরত রয়েছেন। এছাড়া সহকারী প্রিজাইংডিং অফিসার ৪৩৬ জন ও পোলিং অফিসার ৮৭২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, শান্তিপূর্ণভাবে সকাল ৮টায় ভোটগ্রহণ হয়েছে। কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। ভোটের মাঠে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সম্পর্কিত আরও খবর