ধামরাইয়ের সেই কেন্দ্রে ভোটারের চেয়ে দর্শনার্থী বেশি!

বিবিধ, নির্বাচন

খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, মানিকগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-25 02:50:04

রাজধানীর অদূরে ধামরাই উপজেলার স্থগিত থাকা কান্দাপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই কেন্দ্রে ভোটারের চেয়ে দর্শনার্থী বেশি রয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর সোয়া ১২টা পর্যন্ত মোট সাড়ে ৪শ ভোটার তাদের ভোট দেন। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৮৯১ জন। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে ধামরাই উপজেলার ওই কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে ভোটারদের চেয়ে অনেক বেশি দর্শনার্থী দেখা যায় কেন্দ্রের আশপাশে।

ধামরাই উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম বার্তা২৪.কমকে জানান, গত ৩১ মার্চ চতুর্থ ধাপে ধামরাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ধামরাই উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২০ হাজার ৩৩২ জন। মোট কেন্দ্র সংখ্যা ১৪৮টি। এর মধ্যে কান্দাপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে ভোট বাতিল করা হয়। বাকি ১৪৭ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয় ওই দিনই।



ধামরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চার প্রার্থী। এদের মধ্যে নৌকা প্রতীকে মিজানুর রহমান পান ৩৯ হাজার ১ ভোট, আনারস প্রতীক নিয়ে মোহাদ্দেস হোসেন পান ৪০ হাজার ৫৬৩ ভোট, লাঙ্গল প্রতীক নিয়ে দেলোয়ার হোসেন পান ৮৩৪ ভোট এবং মশাল প্রতীক নিয়ে আনোয়ার হোসেন মুন্নু পান ১২১ ভোট। ওই এক কেন্দ্রের ফলাফলের ওপর নির্ভর করছে কে হবেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান।

ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মো. হেলাল উদ্দিন বার্তা২৪.কমকে জানান, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। দুপুর সোয়া ১২টা পর্যন্ত সাড়ে ৪শ ভোট পড়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এ সম্পর্কিত আরও খবর