মনোনয়ন দাখিল করলেন নৌকার প্রার্থী টিটু

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-23 12:20:06

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক পৌর মেয়র মো. ইকরামুল হক টিটু।

সোমবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।  

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল হক খোকা, সহ-সভাপতি আমিনুল হক শামীম, সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

মনোনয়ন দাখিলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নৌকার মাঝি ইকরামুল হক টিটু বলেন, ‘প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নের জন্য ময়মনসিংহ সিটি করপোরেশনকে পরিকল্পিত, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর সিটি করপোরেশন গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’

এর আগে গত শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় ইকরামুল হক টিটুকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলীয় প্রধান শেখ হাসিনা। পরদিন ব্যাপক শোডাউনের মধ্য দিয়ে তাকে ময়মনসিংহে সংবর্ধিত করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ মে প্রথমবারের মত অনুষ্ঠিত হবে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন। এখানে ১২৭টি ভোটকেন্দ্রে পুরুষ-মহিলা মিলিয়ে মোট দুই লাখ ৯৬ হাজার ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। এ নির্বাচনে সবগুলো কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর