ভোটগ্রহণ নিয়ে অভিযোগের সুযোগ নেই: রুবানা

বিবিধ, নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 23:40:41

বিজিএমইএ-এর নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হচ্ছে। এ নির্বাচন নিয়ে অভিযোগের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পরিষদ-ফোরাম জোটের প্যানেল লিডার মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।

শনিবার (৬ এপ্রিল) সকাল পৌনে ১০টায় বিজিএমইএ-এর কার্যালয়ে ভোটদান শেষে গণমাধ্যমকে এ কথা বলেন রুবানা হক।

স্বাধীনতা পরিষদের পোলিং এজেন্ট থাকতে না দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগ করতে করতে অভ্যাস হয়ে গেছে। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে। তাই এ নিয়ে অভিযোগের কোনো সুযোগ নেই। আমরা কোনো অনিয়ম পাইনি।’ 

তিনি বলেন, ‘সুন্দর একটি বিজিএমইএ দেখতে চাই। যে বিজিএমইএ-তে পোশাক শিল্পের মালিকরা তাদের সুখ দুঃখের কথা বলতে পারবেন। তাদের দাবি আদায় করতে পারেন। সবাই মিলে মিশে পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

দীর্ঘ পাঁচ বছর পর হচ্ছে বিজিএমইএ-এর নির্বাচন। ৬ এপ্রিল শনিবার সকাল আটটা থেকে একযোগে ঢাকা ও চট্টগ্রামে শুরু হয়েছে ভোটদান কার্যক্রম।

ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে মোট এক হাজার ৯৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে সকাল থেকেই পরিষদ-ফোরাম জোট ও স্বাধীনতা পরিষদের প্রার্থীরা এসেছেন বিজিএমইএ-র ঢাকার কার্যালয়ে।

পরিষদ-ফোরাম জোটের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। অন্যদিকে স্বাধীনতা পরিষদ এর নেতৃত্ব দিচ্ছেন ডিএসএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।

ভোটাররা ঢাকা অঞ্চলের ২৬ জন পরিচালকের জন্য ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে একটি ব্যালট পেপারে ৪৪ জন প্রার্থীর মধ্যে ২৬টি ভোট দিতে পারবেন ভোটাররা। তবে এক্ষেত্রে বেশ খানিকটা সাবধান হতে হবে ভোটারদের। ২৬ জনকে ভোট দিতেই হবে একজন ভোটারকে নয়তো ব্যালট পেপার বাতিল হয়ে যাবে।

ভোটদান কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে চট্টগ্রামের পরিচালকদের জন্য ভোট দিতে হবে না ভোটারদের। পরিষদ-ফোরাম জোটের নয় জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম অঞ্চলের জন্য নির্বাচিত হয়েছেন। ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে ৩৫ জন পরিচালক নির্বাচিত হবেন আজ।

আজকের নির্বাচিত পরিচালকরাই ১৪ এপ্রিল নির্বাচন করবেন বিজিএমইএ এর আগামী দিনের পরিচালক। নির্বাচিত কমিটি আগামী দুই বছর বিজিএমইএ-এর দায়িত্ব পালন করবেন।

এ সম্পর্কিত আরও খবর