ভাতিজার কোলে চড়ে ভোটকেন্দ্রে শতবর্ষী শামসুর

বিবিধ, নির্বাচন

উবায়দুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 05:02:42

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) থেকে: রোববার (৩১ মার্চ) বিকেল তখন সাড়ে ৩টা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কলেজ ভোটকেন্দ্র। কেন্দ্রটি পরিদর্শন শেষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে ব্রিফিং করছিলেন জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

হঠাৎ সবার দৃষ্টি একদিকে। কারণ ভাতিজার কোলে চড়ে ভোট দিতে এসেছেন শতবর্ষী শামসুর রহমান। ভোট কেন্দ্রের গোপন কক্ষে প্রবেশের পর নিজেই ভোট দিলেন পছন্দের প্রার্থীকে।

বয়সের ভারে ন্যুব্জ শামসুর চলাফেরায় অক্ষম হলেও ভোট দেওয়ার জন্য সকাল থেকেই ছিলেন ব্যাকুল। ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর গ্রামের বাসিন্দা শামসুর রহমানের বয়স ১০৫ বলে জানান তার ভাতিজা হাফিজুর রহমান।

ভোট দেওয়া শেষে হাসিমুখে ভাঙা ভাঙা স্বরে শামসুর বার্তা২৪.কম-কে বলেন, 'ভোটটা দিয়া আমার খুবই ভালা লাগতাছে। মনে শান্তি লাগতাছে।'

নৌকা মার্কায় ভোট দিয়েছেন জানিয়ে তিনি বলেন, 'সারাজীবন নৌকায় ভোট দিয়া আইছি। বাঁচমুই আর কয়দিন, যেহেতু সুযোগ আছে হেলেইগ্যা ভোটটা দিয়া গেলাম।'

ভোট প্রদান শেষে ভাতিজার কোলে চড়েই বাড়ি ফেরেন তিনি।

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ উপজেলায় ৯৭ টি ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ লাখ ৭১ হাজার ১৯৬ জন। এখানে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সম্পর্কিত আরও খবর