ইভিএমে ভোট নিতে প্রস্তুত ময়মনসিংহের ১০০ ভোটকেন্দ্র

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-25 00:51:11

পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহ সদরের ১০০ কেন্দ্রের সবগুলোতেই ব্যবহার হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।

রোববার (৩১ মার্চ) ভোরে কেন্দ্রগুলোর নির্দিষ্ট বুথগুলোতে ইভিএম মেশিন ভোটের জন্য প্রস্তুত রেখেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলায় মোট ২ লাখ ৫৬ হাজার নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৩০ হাজার ৫৯৯ জন এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ২৬ হাজার ২১৬ জন।

ভোটের আগে কথা হয় সদর উপজেলার মাইজবাড়ী আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আশরাফুল আলমের সঙ্গে। তিনি বার্তা২৪.কম-কে বলেন, 'এই কেন্দ্রে ১০টি বুথে ইভিএমের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে মোট ভোটার রয়েছেন ৩ হাজার ৬১৪ জন।'

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান জানান, ইভিএম পরিচালনার জন্য সেনাবাহিনীর দুইজন এবং নির্বাচন কমিশন থেকে প্রত্যেক কেন্দ্রে একজন করে লোক রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর