ময়মনসিংহে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-09-01 17:44:06

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহে দশটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ হবে। সে লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

শনিবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে নগরীর টাউন হল জিমনেসিয়াম হলরুম থেকে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনসহ (ইভিএম) যাবতীয় সরঞ্জামাদি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে।

সদর উপজেলার ১০০টি ভোট কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। ইভিএম পরিচালনার জন্য সেনাবাহিনীর দুইজন এবং নির্বাচন কমিশন থেকে প্রত্যেক কেন্দ্রে একজন করে লোক থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

জেলা রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও আইনানুগ নির্বাচন করার জন্য সব আয়োজন সম্পন্ন হয়েছে। সবার সহযোগীতায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। উচ্চ আদালতের নির্দেশে ইতোমধ্যে ত্রিশাল নির্বাচন স্থগিত করা হয়েছে। ’

১০টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সম্পর্কিত আরও খবর