চতুর্থ ধাপের ভোটের দিন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-01 12:42:57

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। ওই দিন সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইতোমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, উপজেলার চতুর্থ ধাপের ভোটের জন্য ৩০ মার্চ রাত ১২ থেকে ৩১ মার্চ মধ্যরাত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও ভোটের দুই দিন আগে থেকে ভোট গ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

যেসব যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার মধ্যে রয়েছে- বেবি ট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো।

নির্দেশনায় আরো বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/ তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

আর ইসির পরিচয়পত্র থাকা সাংবাদিক, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের পরিদর্শক এবং জরুরি কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহৃত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।

উল্লেখ্য পাঁচ ধাপে উপজেলায় ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে ইসি। প্রথম ধাপে ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ভোট হয়েছে। চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ করবে ইসি।

এ সম্পর্কিত আরও খবর