৭ এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 10:28:23

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে বিধি লঙ্ঘন করে প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অভিযোগে সাত সংসদ সদস্যকে (এমপি) নিজ নিজ এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ মার্চ) ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

চিঠিতে সাত সংসদ সদস্যকে বৃহস্পতিবারের (২৮ মার্চ) মধ্যে নির্বাচনী এলাকা ছাড়তে বলা হয়েছে।

সংসদ সদস্যরা হলেন, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁন, টাঙ্গাইল-৫ আসনের মো. ছানোয়ার হোসেন ও টাঙ্গাইল-৮ আসনের মো. জোয়াহেরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের মো. মোজাম্মেল হোসেন, খুলনার-৬ আসনের মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ আসনের কাজিম উদ্দিন আহম্মেদ এবং যশোর-২ আসনের মো. নাসির উদ্দিন।

ইসির যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান বার্তা২৪.কমকে বলেন, ‘নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় সাত এমপিকে বৃহস্পতিবারের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভোট দিতে তারা এলাকায় যেতে পারবেন।’

উল্লেখ্য, পাঁচ ধাপে উপজেলায় ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে ইসি। প্রথম ধাপে ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ভোট অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ করবে ইসি।

এ সম্পর্কিত আরও খবর