ভাইস চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষ, ঘোষণা কেন্দ্রে ভাংচুর

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-09-01 18:29:43

মেহরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এসময় উপজেলা পরিষদে ফলাফল ঘোষণা কেন্দ্রে ভাংচুর করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

আজ রোববার (২৪) রাত পৌনে দশটার দিকে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে জীবন হোসেন (২২) ও কাকন মিয়াকে (২৩) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ভাইস চেয়ারম্যান পদে অ্যাড. রাশেদুল ইসলাম জুয়েল (টিউবওয়েল) ও দেলোয়ার হোসেন মিঠুর (তালা) মাঝে সামান্যতম ভোটের ব্যবধান রয়েছে।

রাত সাড়ে দশটার দিকে ৮৩ কেন্দ্রের ফলাফলে অ্যাড. রাশেদুল ইসলাম জুয়েলকে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার। এসময় দু’টি কেন্দ্রের ফলাফল পুনঃগণনার দাবি জানিয়ে বিক্ষোভ করেন মিঠুর সমর্থকরা। তারা শহীদ মিনারে বিক্ষোভ করে।

অপরদিকে জুয়েলের সমর্থকরা বিজয়ী মিছিল করেন। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে অস্থায়ী ফলাফল ঘোষণা কেন্দ্রে ভাংচুর চালায় উত্তেজিত নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশংকা দেখা দিলে বিজিবি ও পুলিশ সদস্যরা তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে।

এদিকে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

গাংনী থানার পরিদর্শক- তদন্ত সাজেদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘আমি ঘটনাস্থলে অবস্থান করছি। প্রয়োজনীয় ফোর্স রয়েছে। এখন পরিস্থিতি শান্ত’। 

এ সম্পর্কিত আরও খবর