চুয়াডাঙ্গার ৪ উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা, বার্তা২৪ | 2023-08-23 15:54:57

চুয়াডাঙ্গার ৪ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য নির্বাচনী সরঞ্জাম ইতোমধ্যে পাঠানো শুরু হয়েছে।

শনিবার (২৩ মার্চ) দুপুরের পর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার, ব্যালট বাক্স, কালি ও সিল। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এসব সরঞ্জামাদি গ্রহণ করে দুপুরেই রওনা হন নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে।

রিটার্নিং অফিসার ইয়াহ্ ইয়া খাঁন বার্তা২৪.কমকে জানান- সদর, দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচনের জন্য মোট ৩৩৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসারসহ নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১৪ জন। এছাড়া অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ জন সদস্য। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘ্ন করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রতিটি উপজেলায় মোতায়েন রয়েছে দুই প্লাটুন বিজিবি। পাশাপাশি র‌্যাব ও পুলিশের বেশ কয়েকটি ইউনিটের সমন্বয়ে থাকবেন একাধিক স্ট্রাইকিং ফোর্স।

 

এ সম্পর্কিত আরও খবর