৩টিতে নৌকা, ২টিতে বিদ্রোহীরা নির্বাচিত

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও , বার্তা ২৪.কম | 2023-08-25 23:24:49

উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ঠাকুরগাঁও জেলার ৫ উপজেলার ৩টিতে নৌকা এবং অপর দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

ঠাকুরগাঁও সদর,পীরগঞ্জ ও হরিপুর উপজেলায় নৌকার মনোনীত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঠাকুরগাঁও সদর: ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.অরুনাংশু দত্ত টিটো (নৌকা) ১ লক্ষ ২৬ হাজার ১২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির রাজিউল ইসলাম (আম) পেয়েছেন ২ হাজার ৫৮২ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল মার্কার প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে আব্দুর রশিদ। ভোট পেয়েছেন ৬৭হাজার ৮৮৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কার প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মাশহুরা। ভোট পেয়েছেন ৫৬হাজার ৭৪৩ভোট।

বালিয়াডাঙ্গী উপজেলা: বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান পদে স্থানীয় এমপির ভাতিজা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল (মোটর সাইকেল) ৩৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারই চাচা বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম (আনারস পেয়েছেন ২৯ হাজার ৯৬৩ ভোট)।

পীরগঞ্জ উপজেলা: পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম (নৌকা) ৫৮ হাজার ৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার সাবেক উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী (আনারস) পেয়েছেন ৩২ হাজার ৪৩৩ ভোট।

রানীশংকৈল উপজেলা: রানীশংকৈল উপজেলায় চেয়ারম্যান পদে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: শাহরিয়ার আজম মুন্না (মোটর সাইকেল) ৫২ হাজার ৮৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক (নৌকা) পেয়েছেন ৪০হাজার ৭৪০ ভোট। 

হরিপুর উপজেলা: হরিপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ  জিয়াউল হাসান মুকুল (নৌকা) ৩৫ হাজার ১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা উপজেলা চেয়ারম্যান  একেএম শামীম ফেরদৌস টগর (ঘোড়া) পেয়েছেন ৩১ হাজার ৪০৯ ভোট।

এ সম্পর্কিত আরও খবর