চকরিয়ায় ভোটকেন্দ্রে ১০৫ বছরের মাজেদা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম | 2023-09-01 19:21:47

মাজেদা খাতুন, বয়স ১০৫ পেরিয়েছে। বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তিনি মেয়ের হাত ধরে ইসলামিয়া মদিনাতুল উলুম মাদরাসা কেন্দ্রে এসেছেন ভোট দিতে।

সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ওই ভোটকেন্দ্রে কথা হয় মাজেদা খাতুনের সঙ্গে।

মাজেদা খাতুন বার্তা২৪.কমকে বলেন, ‘ব্রিটিশ আমল থেকে ভোট দিয়ে আসছি। আল্লাহ সব নির্বাচনে ভোট দেয়ার সুযোগ করে দিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভালোভাবে ভোট দিয়েছি।’

মাজেদা আরও বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখেছি। সেই যুদ্ধ আর দেখতে চাই না। আল্লাহর কাছে শুধু প্রার্থনা করছি দেশের মানুষ যাতে ভালো থাকে। আর সহিংসতা নয়, সবাই যেন মিলে-মিশে থাকতে পারে।’

এরআগে সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে চকরিয়া গঠিত। এখানে ভোটার রয়েছে ২ লাখ ৮৪ হাজারের অধিক। ভোটগ্রহণের জন্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯৯টি।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য ১৮ ইউনিয়নে ১৮ জন এবং পৌরসভায় ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে। মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি, ১ হাজার ১০০ জন পুলিশ ও ২ প্লাটুন র‌্যাব। প্রতিকেন্দ্রে ১২ জন করে আনসার সদস্য নিয়োজিত রয়েছে।

রিটার্নিং অফিসার বশির আহমদ বার্তা২৪.কমকে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন। কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না।

এ সম্পর্কিত আরও খবর