সিলেটের কেন্দ্রগুলোতে যাচ্ছে ভোটের সরঞ্জামাদি

বিবিধ, নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা ২৪.কম | 2023-08-28 16:12:28

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণের জন্য সিলেটের সবকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সামগ্রী পাঠানো শুরু করেছে রিটার্নিং অফিস।

রোববার (১৭ মার্চ) সকাল থেকে জেলার সব উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে এসব নির্বাচনী মালামাল সরবরাহ করা হয়।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দীপ কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়েছে। যথাসময়েই তা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে।’

দুপুরে সিলেট সদর উপজেলা প্রশাসক কার্যালয়ে দেখা গেছে, এখান থেকে সিলেট সদর উপজেলার কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসাররা তাদের কেন্দ্রের জন্য প্রয়োজনীয় ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী উত্তোলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় নিজ নিজ কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। 

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের জন্য ফরম, স্টেশনারি, ব্যালট পেপার, ব্যালট বাক্স অমচোনীয় কালিসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

সোমবার (১৮মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এ সম্পর্কিত আরও খবর