দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুত ইসি, থাকছে কড়া নিরাপত্তা

বিবিধ, নির্বাচন

ইসমাঈল হোসাইন রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 20:34:34

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী সোমবার (১৮ মার্চ) দেশের ১১৭ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনে অপরাধ বিচার করার জন্য পাঁচ দিনব্যাপী প্রতি উপজেলায় একজন করে বিচারিক হাকিম কাজ করবেন। ভোটের শৃঙ্খলা রক্ষায়ও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইসি।

ইসি সূত্র থেকে জানা গেছে, দ্বিতীয় ধাপের ভোট গ্রহণে ১৫ জেলার ১১৭ উপজেলায় নির্বাচনী অপরাধে শাস্তি প্রদানের জন্য ১১৭ জন বিচারিক হাকিম কাজ করবেন। তারা শনিবার (১৬ মার্চ) থেকে বুধবার (২০ মার্চ) পর্যন্ত ভোটের দায়িত্বে নিয়োজিত থাকবেন। মেট্রোপলিটন হাকিম, বিচারিক হাকিম ও জ্যেষ্ঠ বিচারিক হাকিমদের এ দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, ভোটের নিরাপত্তায় পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে। আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, র‍্যাব, কোস্টগার্ড, আর্মড পুলিশকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে। প্রতিটি সাধারণ কেন্দ্রের জন্য সশস্ত্র ও লাঠিধারীসহ ১৪ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রের ক্ষেত্রে ১৬ জন পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া প্রতিটি এলাকায় দুই থেকে তিন প্লাটুন বিজিবি ও র‍্যাব মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স থাকবে। ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটগ্রহণের পূর্বে দুই দিন, ভোটগ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের একদিন এবং যাতায়াত ও অন্যান্য প্রস্তুতিমূলক একদিনসহ মোট পাঁচদিন নিয়োজিত থাকবে। তবে অঙ্গীভূত আনসাররা প্রশিক্ষণের জন্য একদিন বেশি নিয়োজিত থাকবেন।

দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলা পরিষদের ভোটের তফসিল গত ৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়। এর মধ্যে ১৪ উপজেলায় চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। পরে আরও ১১ উপজেলায় ক্ষমতাসীন দলের প্রার্থী ছাড়া অন্যরা প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

এ ধাপে চারটি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের নারী ভাইস চেয়ারম্যান পদের সব কটিতেই একক প্রার্থী রয়েছেন। এগুলো হচ্ছে- পাবনা সদর, ফরিদপুর সদর, নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের রাউজান উপজেলা। ফলে অবশিষ্ট ১১৭ উপজেলায় ভোট গ্রহণ করা হবে।

ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বার্তা২৪.কমকে বলেন, উপজেলার দ্বিতীয় ধাপের ভোটের জন্য কমিশন সকল প্রস্তুতি নিয়েছে। ভোটের দিন আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ভোটের মাঠে অনিয়মের অপরাধ বিচার করার জন্য বিচারিক হাকিম নিয়োগ করা হয়েছে। এছাড়াও ইতোমধ্যে প্রার্থীদের বিরুদ্ধে যেসব অভিযোগ আসছে, কমিশন তা আমলে নিয়ে ব্যবস্থা নিচ্ছে।

ইতোপূর্বে প্রথম উপজেলা পরিষদের নির্বাচনে কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ ওঠে। পরে কমিশন তাদের এলাকা ছাড়ার নির্দেশ দেন। এবারও প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনের বিধি লঙ্ঘনের অভিযোগ আসছে। কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে।

এ বিষয়ে ইসির যুগ্ম সচিব (নির্বাচন পরিচালনা শাখা-২) ফরহাদ আহম্মদ খান বার্তা২৪.কমকে বলেন, আগামী ১৮ মার্চ ১১৭ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট অনুষ্ঠিত হবে। প্রার্থীদের বিষয়ে কিছু কিছু অভিযোগ ইতোমধ্যে কমিশনে এসেছে। কমিশন এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থাও নিচ্ছে।

নিরাপত্তা পরিকল্পনা: নিজ নিজ দায়িত্ব প্রাপ্ত এলাকার সামগ্রিক নিরাপত্তা এবং নির্বাচন কেন্দ্রের নিরাপত্তায় সকল আইনশৃঙ্খলা নিয়োগের দায়িত্বে থাকবেন রিটার্নিং কর্মকর্তা। তবে নির্বাচনী এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স নিয়োগ এ সংশ্লিষ্ট পুলিশ সুপার রিটার্নিং অফিসারের সাথে পরামর্শক্রমে এ সংক্রান্ত কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। সার্বিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতিনিধিদের সাথে সভা অনুষ্ঠানের মাধ্যমে কর্ম পরিকল্পনা গ্রহণ করবে। জেলা-উপজেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে আইন মোতাবেক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

আইনশৃঙ্খলা সমন্বয় সেল: নির্বাচন কমিশন সচিবালয় জননিরাপত্তা বিভাগ এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল স্থাপন করা হবে। এ সেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন করে প্রতিনিধি থাকবেন নির্বাচন পূর্ববর্তী দুইদিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী একদিনসহ মোট চার দিন। তারা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করবে। তবে প্রত্যেকটি পর্যায়ের ভোটগ্রহণের দিন ফলাফল ঘোষণার শেষ না হওয়া পর্যন্ত কাজ করবে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্ক নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টদের অবহিত করবে।

যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা: নির্বাচনী উপজেলাগুলো ১৭ মার্চ মধ্যরাত রাত ১২টা থেকে ১৮ মার্চ মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পু, ইজিবাইক এবং স্থানীয় পর্যায়ের যন্ত্রচালিত বিভিন্ন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ভোট গ্রহণের পূর্ববর্তী দুইদিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে।

প্রসঙ্গত, প্রথম ধাপের ভোটের পর আগামী ১৮, ২৪ ও ৩১ মার্চ বাকি তিন ধাপের উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। এরমধ্যে দ্বিতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট হবে ১৮ মার্চ। তৃতীয় ধাপে ১২৭ উপজেলা ও চতুর্থ ধাপে ১২২ উপজেলায় নির্বাচন হবে। পঞ্চম ধাপে বাকি উপজেলার ভোট হবে জুনের মাঝামাঝি সময়ে।

এ সম্পর্কিত আরও খবর