গাবতলীতে আন্তর্জাতিক মানের বাস টার্মিনালের প্রতিশ্রুতি আতিকুলের

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 03:44:03

মেয়র নির্বাচিত হলে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ করে মাস্টারপ্ল্যানের আওতায় এনে একটি আন্তর্জাতিক মানের বাস টার্মিনালে রূপান্তরিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উওর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।

পাশাপাশি মিরপুরস্থ বিভিন্ন কমিউনিটি সেন্টার সংস্কার ও নির্মাণসহ আধুনিক পাঠাগার স্থাপন করা হবে বলেও জানিয়েছেন এই মেয়র প্রার্থী।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর মাজার রোডে সিদ্ধার্থ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘সমস্যা অনেক; ফুটপাত দখল, যানযট, জলাবদ্ধতা, অনেক কিছু। কিন্তু আমরা কেউ থেমে থাকব না, একটি একটি করে সমস্যার সমাধান হচ্ছে, বাকি সব সমস্যা সবাই মিলে সমাধান করবো।’

ঘড়ে বসেই সবাই যেন সিটি করপোরেশনের সব ধরনের সেবা পেতে পারেন তা নিশ্চিত করা হবে বলে জানিয়ে মেয়র প্রার্থী আতিকুল বলেন, ‘নগরীর যেকোনো সমসা সমাধানের জন্য নগর অ্যাপ আসছে, যেখানে ২৪ ঘণ্টার মধ্যে নগরীর যেকোনো সমস্যা সমাধান হবে।’

মতবিনিময় সভায় ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক আসলাম বলেন, ‘ঢাকাকে একটি আধুনিক শহরে পরিণত করতে হলে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আতিকুল ইসলাম হচ্ছেন সেই যোগ্য লোক, কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে তাকে মনোনীত করেছেন।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উওর সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী টিপু সুলতান, ১০ নং ওয়ার্ডের মোঃ আবু তাহের, ১১ নং ওয়ার্ডের দেওয়ান আব্দুল মান্নান, ১২ নং ওয়ার্ডের ইকবাল হোসেন তিতু, ৯, ১০ ও ১১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি সহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শিল্পপতি-ব্যবসায়ীরা।

এ সম্পর্কিত আরও খবর