কুসিক উপনির্বাচনে গোলাগুলির ঘটনায় ছাত্রদল নেতা আটক

, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কুমিল্লা | 2024-03-09 13:26:04

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) উপনির্বাচনে বাস প্রতীকের তাহসিন বাহার সূচনা ও দেয়াল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কুর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ১ জন গুলিবিদ্ধসহ মোট ২ জন আহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) সকাল ১১ টার দিকে নগরীর রাজাপাড়া মুন্সি এম. আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর ১২ টার দিকে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই এলাকার আবু সুফিয়ান অন্তু (২৭) নামের এক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশ। তিনি কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী।

তবে আটক অন্তুর মায়ের দাবি, সংঘর্ষের ঘটনায় তার ছেলে জড়িত নয়। সে ঘরেই ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান 'বার্তা ২৪ ডট কম' কে বলেন, ‘এখানে একটি সংঘর্ষের ঘটনায় ২ জন আহত হয়েছেন বলে জেনেছি। ঘটনার পরই আমরা সাঁড়াশি অভিযানে নেমেছি।’ 

তিনি আরও বলেন, ‘আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় জড়িত সকলকে সনাক্তের চেষ্টা করছি।’ 





এ সম্পর্কিত আরও খবর