মসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু 

, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ময়মনসিংহ | 2024-03-09 10:31:37

ময়মনসিংহ সিটি (মসিক)করপোরেশন নির্বাচনে ১২৮ টি কেন্দ্রের ৯৯০ টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত ।

সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ১২৮ কেন্দ্রের ৯৯০ টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) এর মাধ্যমে এই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

এই সিটির মোট ৩ লক্ষ ৩৬ হাজার ৪৯০ জন ভোটার ইভিএমের মাধ্যমে ১২৮ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে মেয়র পদে পাঁচ প্রার্থী ছাড়াও নগরের ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী আছেন ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ জন ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে কাজ করছেন। এক হাজার ৫৩৬ জন আনসার, ৭ প্লাটুন বিজিবি, ১৭ টিম র‌্যাব কাজ করবে। সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন উপহার দিতে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।



এ সম্পর্কিত আরও খবর