কুসিক উপনির্বাচন: ভোটগ্রহণ শুরু, নেই ভোটার 

, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কুমিল্লা | 2024-03-09 09:53:57

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) উপনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টায় এই কার্যক্রম শুরু হয়েছে, চলবে বিকেল ৪ টা পর্যন্ত। সিটি কর্পোরেশনের ১০৫ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। 

এদিকে সকাল সাড়ে ৯ টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ভোটকেন্দ্রে ভোট দিবেন বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা। ঘড়ি প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সকাল ১০ টায় নগরীর নবাব হোচ্ছাম হায়দার উচ্চ বিদ্যালয়ে তার ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। এদিকে সকাল ৯ টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল ভোটকেন্দ্রে ভোট দিবেন হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম। এছাড়া সকাল সাড়ে ৯ টায় একই কেন্দ্রে ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের ভোট দেয়ার কথা রয়েছে। 

সকাল ৮ টা থেকে কুমিল্লা নগরীর কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল ভোটকেন্দ্রের ভিতরে ও বাইরে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। তবে তেমন কোনো ভোটার চোখে পড়ে নি। এদিকে বেশকিছু কক্ষে প্রার্থীদের এজেন্টও দেখা যায় নি। 

প্রিসাইডিং অফিসার ড. সোহেল জানান, কয়েকজন প্রার্থীর এজেন্ট এখনো আসেন নি। এই কেন্দ্রে ভোটার ৩ হাজার ৪২৪ জন। 

প্রসঙ্গত, কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 



এ সম্পর্কিত আরও খবর