দ্বাদশ নির্বাচনের ভালো-মন্দ আমাদের বিবেচ্য বিষয় নয়: সিইসি

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-02-13 14:27:07

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, এই নির্বাচনের ভালো-মন্দ আমাদের বিবেচ্য বিষয় নয় বলে মন্তব্য করে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, আমরা চেষ্টা করেছি নির্বাচন ভালো করার জন্য। সামনে আরও নির্বাচন আছে সেগুলো ভালোভাবে সম্পন্ন করা হবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আরএফইডি'র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, 'বিএনপিকে জাতীয় নির্বাচনে আনতে আমরা নানাভাবে চেষ্টা করেছিলাম কিন্তু তারা সাড়া দেননি। বড় দল নির্বাচনে না আসলে নির্বাচন অবৈধ হবেনা। তবে গ্রহণযোগ্যতা, সার্বজনীনতা খর্ব হতে পারে। সামনে স্থানীয় পর্যায়ের নির্বাচন আছে। এ নির্বাচনে স্থানীয় পর্যায়ের জনপ্রিয় নেতৃত্ব আসুক সেটাই চাই। আর স্থানীয় সরকারের ভোটে ভোটার উপস্থিতি ভালো হয়।'  

এ সম্পর্কিত আরও খবর