সংসদ নির্বাচন: গাজীপুরে ২৮ প্রার্থী হারালেন জামানত

, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,গাজীপুর | 2024-01-09 14:21:59

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনে বিভিন্ন দলের দলীয়, স্বতন্ত্র ও তৃনমূল প্রার্থী ছিলেন ৩৮ জন। এর মধ্যে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ১০ জন বাদে বাকি ২৮ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

নির্বাচনী আইনে বলা আছে, কোন প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগের কম অর্থাৎ এক অষ্টমাংশ এর কম ভোট পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুর-১ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৭ জন। এই আসনে জামানত হারালেন, জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, তৃণমূল বিএনপি’র প্রার্থী চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, ইসলামী ঐক্য জোটের প্রার্থী ফজলুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী মো. আরশেদুজ্জামান, বাংলাদেশ তরিকুল ফেডারেশনের প্রার্থী মো. শফিকুল ইসলাম।

গাজীপুর-২ এ আসনে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কাজী হাসিবুর রহমান রাব্বি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আমির হোসাইন, জাতীয় পার্টির প্রার্থী মো. জয়নাল আবেদীন, মোহাম্মদ সাইফুল ইসলাম ঈগল, বাংলাদেশ কংগ্রেস পার্টির রেহানা আক্তার রিনা, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী সৈয়দ আবু দাউদ মুসনবী হায়দার।

গাজীপুর-৩ এ আসনে সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী এ কে এম সাখাওয়াত হোসেন খান, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এফ এম সাইফুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী মো. আব্দুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের জহিরুল হক মন্ডল, তরিকত ফেডারেশনের প্রার্থী জয়নাল আবেদীন।

গাজীপুর-৪ এ আসনে সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আব্দুর রউফ খান, বাংলাদেশ সুপ্রিম পার্টির মাসুদ চৌধুরী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট সারোয়ার ই কায়নাথ, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন খান, স্বতন্ত্র প্রার্থী শামসুল হক।

গাজীপুর-৫ এ আসনে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির হিজরা উর্মি, জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের আকন্দ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আল-আমিন দেওয়ান, গণ ফ্রন্টের সোহেল মিয়া।

গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্ণিং কর্মকর্তা আবু ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গাজীপুরের পাঁচটি আসনে মোট ৩৮ প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে চারটি সংসদীয় আসনে নৌকার মনোনীত প্রার্থী ও একটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীসহ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মাত্র পাঁচ জন প্রার্থী তাদের জামানত ফেরত পাবেন। অবশিষ্ট ২৮ জনপ্রার্থী নিজ নিজ সংসদীয় আসনে মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের কম ভোট পেয়েছেন। এ কারণে নির্বাচনী আইন অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

এ সম্পর্কিত আরও খবর