মধ্যরাতে ইসিতে নৌকার প্রার্থী, দাবি ভোট পুন:গণনার

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-01-08 03:55:08

ঢাকা-৫ আসনে নৌকার প্রার্থী প্রথমে বিজয়ী ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। কিছুক্ষণ পর আবার ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। ট্রাক প্রতীকে মোল্লা সজল ভোট পেয়েছেন ৫০ হাজার ৬৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) ৫০ হাজার ৩৩৪ ভোট পেয়েছেন।

তবে নৌকার প্রার্থী মুন্নার দাবি তিনি সব কেন্দ্রে বিজয়ী হয়েছেন। এই জন্য তার সমর্থকেরা বিজয় মিছিলের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কেন্দ্র ভিত্তিক ভোট পুনরায় গণনার দাবি নিয়ে সোমবার মধ্যরাতে ইসিতে এসেছেন মুন্না।

রোববার (৭ জানুয়ারি) মধ্যরাতে নির্বাচন কমিশনে এসে ভোট পুনরায় গণনা করার দাবি জানান তিনি।

মুন্না বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রার্থী আমি বিজয়ী হয়েছি। আমার দল আওয়ামী লীগ এটা দেখবে। ভোট কারচুপি হয় নি তবে গণনায় ভুল হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ভুল করেছে। আমরা ৬১৩ ভোটে জিতেছি। কিন্তু ২৯৭ ভোটে হার দেখানো হয়েছে। ১৮৭টি কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবি জানায়।
 

এ সম্পর্কিত আরও খবর