গাজীপুরে ফের নৌকার মাঝি মন্ত্রী, প্রতিমন্ত্রী

, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2024-01-08 01:15:02

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ফের নৌকার মাঝি হলেন গাজীপুর ১ আসনে মুক্তিযুদ্ধ মন্ত্রী অ্যাডভোকেট আকাম মোজাম্মেল হক ও গাজীপুর ২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

রোববার (৭ জানুয়ারি) দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটের মাধ্যমে দলীয় মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন তারা।

জানা গেছে, গাজীপুর ১ আসনে দলীয় মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল ৯২ হাজার ৭৮৮ ভোট পান। এতে ১৬ হাজার ৪৩৯ ভোট বেশি পেয়ে ফের নির্বাচিত হন মুক্তিযুদ্ধ মন্ত্রী।

অন্যদিকে গাজীপুর ২ আসনে নৌকার মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ১ লাখ ৩৯ হাজার ৮৬টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন ৮১ হাজার ৮০৪ ভোট পান। এতে ২২ হাজার ১০৪ ভোট বেশি পেয়ে ফের নির্বাচিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে পাওয়া তথ্যে এ ফলাফল জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর