ভোটের মাঠে বড় ব্যবধানে এগিয়ে ধর্ম প্রতিমন্ত্রী

, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, জামালপুর | 2024-01-07 19:41:04

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে চলছে ভোট গণনা। ইতিমধ্যে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে। জামালপুর-২ ইসলামপুর আসনে বড় ব্যবধানে এগিয়ে আছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

এখন পর্যন্ত ৯২টি কেন্দ্রের মধ্যে ২০ টি কেন্দ্রের পাওয়া ফলাফলে নৌকা প্রতীক নিয়ে ফরিদুল হক খান ১৬ হাজার ২৬১টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের এসএম শাহিনুজ্জামান শাহীন পেয়েছেন ৬ হাজার ৩৬৪ টি ভোট। এদিকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদ ১৫৩৪।

জানা গেছে, ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়ন নিয়ে গঠিত জামালপুর-২ (ইসলামপুর) আসনের মোট ভেটার ২ লাখ ৬৪ হাজার ৯০৭ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার একজন। আর এই আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৯২টি। এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬জন প্রার্থী।

এ সম্পর্কিত আরও খবর