সহিংসতা ও অনিয়মের কারণে ২১ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-01-07 18:52:12

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সহিংসতা ও অনিয়মের কারণে ৯টি আসনের ২১ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

এর মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ-২ আসনের ৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হলো- ৭ নং কেন্দ্র: মিরাপুর প্রাথমিক বিদ্যালয়, ৫৬ নং কেন্দ্র: নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭০ নং কেন্দ্র: শুকুরনগর প্রাথমিক বিদ্যালয়।

চট্টগ্রাম বিভাগের কক্সবাজার-১ আসনের ৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হলো- ২৫ নং কেন্দ্র: চরনদীপ ভূমিহীন প্রাইমারি স্কুল, ৭৪ নং কেন্দ্র: দক্ষিণ ফুলছুরি প্রাথমিক বিদ্যালয়, ৮০ নং কেন্দ্র: মরংগুনা অসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ময়মনসিংহ বিভাগে জামালপুর- ৫ আসনে ১ টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। কেন্দ্রটি হলো- ৭০ নং কেন্দ্র: জাগির মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

ঢাকা বিভাগের নরসিংদী-৪ আসনে ১টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। কেন্দ্রটি হলো- ১৩৪ নং কেন্দ্র: ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ঢাকা বিভাগের নরসিংদী-৩ আসনে ২টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হলো- ৫ নং কেন্দ্র: দুলালপুর সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ৮ নং কেন্দ্র: ভীটিচিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ঢাকা বিভাগের টাঙ্গাইল-২ আসনে ১টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। কেন্দ্রটি হলো, ১৬ নং কেন্দ্র: কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কুমিল্লা বিভাগের কুমিল্লা-৩ আসনে ২টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হলো- ৭৬ নং গুর্গারাম (ডি.আর) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ৮১ ধনিরামপুর ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয়।

কুমিল্লা বিভাগের কুমিল্লা-৪ আসনে ১টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। কেন্দ্রটি হলো- ৮৪ নং সূর্য্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কুমিল্লা বিভাগের কুমিল্লা-১১ আসনে ৭ টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হলো- ২৮ নং কেন্দ্র: বগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৫ নং কেন্দ্র: গোবিন্দপুর সামছুল হুদা দাখিল মাদ্রাসা, ৩৮ নং কেন্দ্র: ধনিজকরা সরকারি প্রাপথমিক বিদ্যালয়, ৪৯ নং কেন্দ্র: আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয়, ৭৪ নং কেন্দ্র: হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়-১, ৭৫ নং কেন্দ্র: হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়-২, ৮৩ নং কেন্দ্র বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়-১।

এ সম্পর্কিত আরও খবর