ভোটকেন্দ্রের সবকিছু সুশৃঙ্খল ছিল: বিদেশি পর্যবেক্ষক

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেট, বার্তা ২৪.কম | 2024-01-07 17:31:54

ভোটকেন্দ্রের রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়েজিত বিদেশি পর্যবেক্ষকরা। বাংলাদেশের পলিসি অনুযায়ী-ই নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানান তারা।

রোববার (৭ জানুয়ারি) ভোট গ্রহণ শেষে সোনারগাঁও হোটেলে নির্বাচন কমিশনের অস্থায়ী মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন রাশিয়ান বিদেশি পর্যবেক্ষক দল।

ব্রিফিংয়ে পর্যবেক্ষক বলেন, ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ শেষে আমরা পর্যবেক্ষকরা এ বিষয়ে সার্বিকভাবে একমত হয়েছি যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। ভোটকেন্দ্রগুলোর পরিবেশ এবং সার্বিক রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল।

এর আগে রাজধানী ঢাকাসহ বিভিন্ন িএলাকার ভোটকেন্দ্র পরিদর্শনে যান তারা।

এ সম্পর্কিত আরও খবর