নিজের এলাকায় ধাওয়া খেলেন এমপি মোস্তাফিজুর, গাড়ি ভাঙচুর

, নির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-01-07 17:03:40

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৭ জানুয়ারি) নিজ বাড়ি সরল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় মোস্তাফিজুরের গাড়িও ভাঙচুর করা হয়।

স্বতন্ত্র প্রার্থী আহসানুল কবির লিটনের সমর্থকেরা এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। তবে তাদের অভিযোগ, মোস্তাফিজুর দলবল নিয়ে ভোটকেন্দ্রে ঢুকে জালভোট দিতে থাকেন। সেজন্য উত্তেজিত জনতা তাকে ধাওয়া দিয়েছে।

জালভোটের প্রমাণ দিতে একটি ভিডিও ছড়িয়ে দিয়েছে লিটনের সমর্থকেরা। সেখানে দেখা যাচ্ছে একজনের হাতে ব্যালটের একটি ফাইল, যার সবগুলোতে নৌকার ওপর শিল দেওয়া।

জাল ভোট দেওয়ার অভিযোগে ওই ব্যালট পেপারগুলো বাইরে নিয়ে আসেন তারা।

তবে হামলা ও জালভোট নেয়ার বিষয়ে মোস্তাফিজুর রহমানের বক্তব্যে পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর