প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণ

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট চট্টগ্রাম | 2024-01-07 16:23:05

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ ইব্রাহিম খলিল সাব্বির

রোববার (৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম- ফটিকছড়ি আসনে ধুরুং খুলশি লায়ন্স কেন্দ্রে ভোট প্রদান করে বেরিয়ে এসে উল্লাস প্রকাশ করতে দেখা যায় সাব্বিরকে।

জানতে চাইলে তিনি বার্তা২৪.কমকে তিনি বলেন, আমি প্রথম বারের মতো সংসদস নির্বাচনের ভোট দিয়েছি। অনুভূতি প্রকাশ করার মতো ভাষা নেই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হচ্ছে।

একই ভাবে প্রথম ভোট দিয়ে আনন্দিত ফটিকছড়ি পৌর এলাকার তরুণ আনিসও। তিনি ফটিকছড়ি সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

সাব্বির বার্তা২৪.কমকে বলেন, আগে অন্যরা ভোট দিতে কেন্দ্রে যেত, তাদের হাতের আঙুলে ভোট প্রদানের পর যে দাগ দিত তা দেখে ইচ্ছে করত কবে ভোট দেব। আমি এবার প্রথম ভোট দিয়েছি। হাতের আঙুলে ভোটের দাগ গেলেছে। এতেই আমি আনন্দিত।

এদিকে তরুণদের পাশাপাশি হাতের লাঠি ভার করে বিকেলে এই কেন্দ্র আসেন ৭০ ঊর্ধ্ব বয়সের ফজর আহমদ। ভোট দিয়ে তিনিও জানান নিজের অনুভূতি।

ফজর আহমদ বলেন, আমার কেন্দ্রে পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত এত সুন্দর ভোট হতে আমি দেখিনি। তবে কিছু কিছু ছেলেরা ঝামেলা করছে শুনেছি। আমার সঙ্গে এরকম কেউ করেনি।

এ সম্পর্কিত আরও খবর