কক্সবাজার-১ আসনে নির্বাচন বর্জন করলেন এমপি জাফর আলম

, নির্বাচন

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-07 16:08:12

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ভোট বর্জন করেন তিনি।

ফেসবুক পোস্টে  জাফর আলম লেখেন, বিজিবি ও গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদে আমি ভোট বর্জন করলাম।

চকরিয়া-পেকুয়া আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৪৫২ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। যেখানে বর্তমান সংসদ সদস্য জাফর আলমের প্রতিদ্বন্দ্বী কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরারিম।

এদিকে এই আসনে এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ভোট বর্জনের ঘোষণা দেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্রো। এছাড়া দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ান কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ।

এ সম্পর্কিত আরও খবর