ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ভারতের ডেপুটি নির্বাচন কমিশনার

, নির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-01-07 14:33:56

বিদেশি পর্যবেক্ষক হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) নির্বাচন পর্যবেক্ষণ করলেন ভারতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার ধর্মেন্দ্র শর্মা।

রোববার (৭ জানুয়ারি) তিনি ভূঞাপুর ও গোপালপুরের মোট ১০টি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

তিনি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয় ও অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমনগর উচ্চ বিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়, নন্দনপুর রাধারানি বালিকা উচ্চ বিদ্যালয় ও পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় তি‌নি ভোটকক্ষে প্রবেশ ক‌রে ভোটের বিষ‌য়ে তথ‌্য সংগ্রহ ক‌রেন এবং প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা ব‌লেন। তবে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে মিডিয়ার সামনে কোন কথা বলতে রাজি হননি তিনি।

এ সম্পর্কিত আরও খবর