নিজেকে ভোট দিতে পারলেন না হিরো আলম

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2024-01-07 13:43:29

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ভোট দিয়েছেন। তবে নিজের প্রতীকে ভোট দিতে পারলেন না তিনি। কারণ তিনি বগুড়া-৬ (সদর) আসনের ভোটার। একারণে নিজের ভোট অন্য প্রার্থীকে দিয়েছেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট দিয়ে হিরো আলম বলেন, ‘আমি বগুড়া-৪ আসনের প্রার্থী হলেও ভোটার বগুড়া-৬ আসনে। এই দুটি আসনই পাশাপাশি। নিজেকে ভোট দিতে না পারলেও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি, এজন্য ভালো লাগছে। নিজেকে ভোট দিতে পারিনি, এতে দুঃখ নেই। ভোটের পরিবেশ ভালো আছে। তবে ভোটার উপস্থিতি কম৷’

তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। যদি কারচুপি হয় তাহলে সেখানে আর কিছু বলার নেই।’

হিরো আলম বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই আসনে ভোটের মাঠে তার প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ নৌকা প্রতীকে জেলা জাসদ সভাপতি রেজাউল করিম তানসেন ও বিএনপির সাবেক ৪ বারের এমপি এবার ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লাসহ আরও চারজন।

এ সম্পর্কিত আরও খবর