৪ ঘণ্টায় ভোট পড়েছে সাড়ে ১৮ শতাংশ: ইসি সচিব

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-07 13:43:40

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম চার ঘণ্টায় ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানান ইসির সচিব জাহাংগীর আলম।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, এখন পর্যন্ত তিনটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। একটি মুন্সিগঞ্জ জেলায়, দুইটি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে।

তিনি বলেন, বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে ১৭ শতাংশ, চট্রগ্রামে ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ, বরিশালে ২২ শতাংশ, খুলনা ২১ শতাংশ, রাজশাহী ১৭ শতাংশ, ময়মনসিংহ ২০ শতাংশ গড়ে সারাদেশে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।

এ সম্পর্কিত আরও খবর