'৯০ দিনের মধ্যে শপথ না নিলে আসন শূন্য'

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 20:35:52

সংসদ অধিবেশনের ৯০ দিনের মধ্যের শপথ না নিলে সেই আসন শূন্য হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ।

বুধবার (০২ জারুয়ারি) নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, নব নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ হয়েছে। গেজেটের কপি সংসদে পাঠানো হয়েছে। এছাড়াও স্পিকারকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের জন্য ব্যবস্থা নিতে চিঠি দোয়া হয়েছে। তবে সংসদ অধিবেশনের ৯০ দিনের মধ্যের শপথ না নিলে সেই আসন শূন্য ঘোষণা করা হবে। সেখানে উপ-নির্বাচন হবে।

সচিব বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তিনটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় সেখানে ফল প্রকাশ করা যায়নি। আগামী ৯ জানুয়ারি সেই তিন কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।

গতকাল কখন গেজেট প্রকাশিত হয়েছে এবং আপনারা কখন সংসদে পাঠিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, মাননীয় কমিশন গতকালকে অনুমোদন দেওয়ার পর বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে রাতে প্রিন্ট হয়েছে এবং আজকে সকালে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।

এটা স্বাভাবিকভাবে যেটা হয় যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা একটি নির্দিষ্ট ফরমেটে প্রতিবেদন প্রেরণ করেন। সেই প্রতিবেদনটা আমরা গতকাল সকল রিটার্নিং কর্মর্কর্তার কাছ থেকে পেয়েছি এবং পাওয়ার সাথে সাথেই গেজেট নোটিফিকেশন করেছি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই এতে স্বাক্ষর করেছেন এবং সবাই অনুমোদন দিয়েছেন।

 

এ সম্পর্কিত আরও খবর